Type Here to Get Search Results !

How to apply for a new voter card online? (2026 Guide) | নতুন ভোটার কার্ড কীভাবে অনলাইনে আবেদন করবেন? (২০২৬ গাইড)

0
নতুন ভোটার কার্ড কীভাবে অনলাইনে আবেদন করবেন? (২০২৬ গাইড)

         নতুন ভোটার কার্ড (Voter ID EPIC)করার সম্পূর্ণ পদ্ধতি নিচে সহজ বাংলায় দিলাম । 

নতুন ভোটার কার্ড করার যোগ্যতা

• বয়স ১৮ বছর বা তার বেশি |
• ভারতীয় নাগরিক |
• আগে কখনও ভোটার কার্ড করা নেই |

অনলাইনে নতুন ভোটার কার্ড করার পদ্ধতি

🔗 ধাপ–১: অফিসিয়াল ওয়েবসাইটে যান ? 


ধাপ–২: লগইন / রেজিস্ট্রেশন ?

• মোবাইল নম্বর ও OTP দিয়ে রেজিস্টার করুন |

ধাপ–৩: Form–6 নির্বাচন করুন ?

• New Registration for General Electors” অপশন ক্লিক করুন | 

ধাপ–৪: ফর্ম পূরণ করুন ?
      এগুলো দিতে হবে—

• নাম (আধার অনুযায়ী)
• জন্ম তারিখ
• ঠিকানা
• বাবা/মা বা স্বামী/স্ত্রীর নাম

ধাপ–৫: প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ?      বয়স প্রমাণ:

আধার কার্ড / জন্ম সার্টিফিকেট 

ঠিকানা প্রমাণ:

• আধার কার্ড / বিদ্যুৎ বিল / ব্যাংক পাসবুক
• পাসপোর্ট সাইজ ছবি (রঙিন)

ধাপ–৬: সাবমিট করুন ?

• রেফারেন্স নম্বর সংরক্ষণ করুন

 কত দিনে ভোটার কার্ড পাওয়া যায়?

        সাধারণত ১৫–৩০ দিনের মধ্যে
BLO (Booth Level Officer) বাড়িতে এসে ভেরিফিকেশন করতে পারেন | 

স্ট্যাটাস চেক করবেন যেভাবে ?
➡️ “Track Application Status”
➡️ রেফারেন্স নম্বর দিন 



WhatsApp Group Join Now

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.