Type Here to Get Search Results !

New Ration Card Online Apply 2026 West Bengal | রেশন কার্ড কীভাবে বানাবেন ২০২৬ | অনলাইনে ও অফলাইনে আবেদন পদ্ধতি সম্পূর্ণ গাইড

0
New Ration Card Online Apply 2026 West Bengal | রেশন কার্ড কীভাবে বানাবেন ২০২৬ | অনলাইনে ও অফলাইনে আবেদন পদ্ধতি সম্পূর্ণ গাইড


 রেশন কার্ড কীভাবে বানাবেন? (২০২৬ সম্পূর্ণ গাইড)

রেশন কার্ড হলো ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি, যার মাধ্যমে সাধারণ মানুষ কম দামে খাদ্যসামগ্রী পেয়ে থাকেন। ২০২৬ সালে নতুন রেশন কার্ডের আবেদন পদ্ধতি আগের তুলনায় অনেক সহজ হয়েছে। এই প্রতিবেদনে জানুন অনলাইনে ও অফলাইনে রেশন কার্ড বানানোর সম্পূর্ণ নিয়ম।

রেশন কার্ড শুধুমাত্র খাদ্যসামগ্রী নেওয়ার জন্য নয়, বরং এটি পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসেবেও ব্যবহৃত হয়।

• রেশন কার্ডের উপকারিতা

• কম দামে চাল, গম ও অন্যান্য খাদ্যসামগ্রী।
• সরকারি যোজনা পাওয়ার সুবিধা।
• পরিচয় ও ঠিকানার প্রমাণ।
• ব্যাংক ও সরকারি কাজে ব্যবহারযোগ্য।

 কারা রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন?

যোগ্যতার শর্ত

• আবেদনকারী ভারতীয় নাগরিক হতে হবে।
• পরিবারের নামে আগে কোনো রেশন কার্ড থাকা যাবে না।
• স্থায়ী ঠিকানা থাকতে হবে।

রেশন কার্ড বানাতে কী কী ডকুমেন্ট লাগবে?
প্রয়োজনীয় নথিপত্র

• আধার কার্ড (পরিবারের সব সদস্যের)।
• ভোটার কার্ড / আধার (ঠিকানার প্রমাণ)।
• পরিবারের সদস্যদের নাম ও সম্পর্ক।
• পাসপোর্ট সাইজ ছবি।
• সক্রিয় মোবাইল নম্বর।

অনলাইনে রেশন কার্ড বানানোর পদ্ধতি (West Bengal) Step-by-Step গাইড

অফিসিয়াল ওয়েবসাইটে যান

• Citizen Services অপশনে ক্লিক করুন।
• মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশন করুন।
• নতুন রেশন কার্ড আবেদন ফর্ম পূরণ করুন।
• প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
• সাবমিট বাটনে ক্লিক করুন।




 আবেদন শেষ হলে একটি Application Number পাবেন

 অফলাইনে রেশন কার্ড বানানোর নিয়ম
যাদের অনলাইন আবেদন করতে সমস্যা হচ্ছে, তারা অফলাইনে আবেদন করতে পারেন।

অফলাইন পদ্ধতি

• নিকটবর্তী Food & Supplies Office বা রেশন অফিসে যান |
• নতুন রেশন কার্ড আবেদন ফর্ম সংগ্রহ করুন |
• সব ডকুমেন্ট সংযুক্ত করে জমা দিন |

কতদিনে রেশন কার্ড পাওয়া যায়?

• সাধারণত ১৫–৩০ দিনের মধ্যে |
• আবেদন অনুমোদিত হলে রেশন কার্ড ইস্যু হয় |

রেশন কার্ডের আবেদন স্ট্যাটাস কীভাবে চেক করবেন?

• food.wb.gov.in ওয়েবসাইটে যান।
Track Application Status অপশন বেছে নিন।
Application Number দিয়ে স্ট্যাটাস দেখুন।

 রেশন কার্ডের ধরন

• বিভিন্ন ক্যাটাগরি।
• AAY (Antyodaya Anna Yojana) – অতি দরিদ্র পরিবার।
• PHH (Priority Household) – সাধারণ দরিদ্র পরিবার।
• SPHH / RKSY – রাজ্যভিত্তিক স্কিম।

 গুরুত্বপূর্ণ পরামর্শ

ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে
সব ডকুমেন্ট পরিষ্কারভাবে আপলোড করুন
Application Number সংরক্ষণ করে রাখুন ।
<
WhatsApp Group Join Now

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.